🌻-:স্বামীজীর জীবনের বিশেষ ঘটনাপঞ্জী:-🌻
১৮৬৩:- ১২ জানুয়ারি জন্ম,
কলিকাতার সিমলা পল্লীতে
১৮৭০:- বিদ্যাসাগর বিদ্যালয়ে
১৮৭৭:- রায়পুরে
(স্বাস্থ্য-পরিবর্তন)
১৮৭৯:- প্রবেশিকা পরীক্ষায়
উত্তীর্ণ
১৮৮০:- কলেজে ও ব্রাহ্মসমাজে
১৮৮১:- শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে
প্রথম দর্শন
১৮৮৪:- পিতৃ বিয়োগ
১৮৮৬:- কাশিপুরে শ্রীরামকৃষ্ণের
লীলা সংবরন, বরাহনগরে
মঠ শুরু
১৮৮৭:- গুরুভ্রাতাগণের সহিত
সন্যাসগ্রহণ, তপস্যা ও
অধ্যয়ন
১৮৯০:- পরিব্রজ্যা―উত্তর
ভারতে ও হিমালয়ে
১৮৯১:- একাকী যাত্রা
১৮৯২:- পশ্চিম ভারতে,দক্ষিণাত্যে
ও কন্যাকুমারিকায়
১৮৯৩:- জাপান হইয়া
আমেরিকা যাত্রা,
চিকাগো-ধর্ম মহাসভায়
১৮৯৪:- আমেরিকায়
নানাস্থানে বক্তৃতা
১৮৯৫:- নিউ ইয়ার্কে ক্লাস;
ইংল্যান্ড যাত্রা
১৮৯৬:- নিউ ইয়ার্কে বেদান্ত-সমিতি
গঠন;পুনরায় ইংল্যান্ডে;
ইউরোপ ভ্রমণ
১৮৯৭:- ভারতে প্রত্যাবর্তন এবং
১লা মে মিশন প্রতিষ্ঠা;
উত্তর ভারতে ও রাজপুতানায়
১৮৯৮:- ভগিনী নিবেদিতার আগমন,
কাশ্মীরে ও হিমালয়ে,
বেলুড় মঠ স্থাপন
১৮৯৯:- ইংল্যান্ড যাত্রা; আমেরিকায়
ক্যালিফোর্নিয়া অঞ্চলে বক্তৃতা
১৯০০:- প্যারিস ধর্মেতিহাস-সম্মেলনে
১৯০১:- মায়াবতী, পূর্ববঙ্গ ও আসামে
১৯০২:- ৪ঠা জুলাই মহাসমাধি―
বেলুড় মঠে।।
🌻স্বামীজীর চিরঅক্ষয় বাণী:-
আমি কোনোদিন কর্ম হইতে ক্ষান্ত হইব না।
যতদিন না জগৎ ঈশ্বরের সহিত একত্ব
অনুভব করিতেছে, ততদিন আমি সর্বত্র
মানুষের মনে প্রেরণা যোগাইতে থাকিব।
― স্বামী বিবেকানন্দ
🙏🌿🍁🌺🌺🌻🌻🌺🌺🌻🌻🍁🌿🙏
No comments:
Post a Comment