Monday 10 May 2021

Ramkrishna & Maa Sarada

🌿🌷🌿🌷🌿🌷

শ্রী রামকৃষ্ণ নরদেহে ভগবান, শ্রী শ্রী মা ও মানবীরূপে স্বয়ং ভগবতী । ষোড়শী পূজার মাধ্যমে শ্রী রামকৃষ্ণ মায়ের সুপ্ত দেবীত্ব কে জাগ্রত করেছিলেন। দেহ ধারিনী আদ্যাশক্তি কে যেন তাঁর স্বরূপ সম্বন্ধে সচেতন করে দিলেন , যাতে অদূর ভবিষ্যতে তিনি বিস্বজননী হয়ে তাঁর লোক কল্যান ব্রত সম্পূর্ন করতে পারেন। দেহ ত্যাগের আগে ঠাকুর স্পষ্টভাবে মাকে সেই দায়িত্ব দিয়ে গেলেন। কাশিপুরে ঠাকুর যখন ক্যান্সারে অসুস্থ, তখন মাকে একদিন অনেকটা অনুযোগের সুরে বললেন : "হ্যাঁগা, তুমি কি কিছু করবে না? (নিজেকে দেখিয়ে) এই সব করবে?" মা বললেন : " আমি মেয়েমানুষ , আমি কি করতে পারি?" ঠাকুর তখনই উত্তর দিলেন, " না না তোমাকে অনেক কিছু করতে হবে।" কাশিপুরেই আর একদিন ঠাকুর মাকে বলেছিলেন :" দেখ কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে। তুমি তাদের দেখো।" মা আবার বললেন : "আমি মেয়েমানুষ ! তা কি করে হবে?" ঠাকুর সেকথায় কান না দিয়ে বললেন : "এ (অর্থাৎ তিনি নিজে) আর কি করেছে? তোমাকে এর অনেক বেশি করতে হবে।" এর আগেও ঠাকুর একাধিকবার মাকে বলেছেন :" শুধু কি আমারই দায়? তোমারও দায়।"


🙏জয় ঠাকুর মা স্বামীজী🙏

🌿🌻🌷🌿🌻🌷🌿🌻🌷🌿🌻🌷🌿🌻🌷

 

No comments:

Post a Comment

মানসপুত্র নেতাজী

 🌿 মানসপুত্র নেতাজী 🍁 🌻১৯০২ সালের জানুয়ারীতে সুভাষচন্দ্রের পিতা তাঁকে কটকের মিশনারী স্কুলে ভর্তি করে দিলেন, পুত্রের প্রাথমিক বিদ্যা লাভে...