Tuesday, 1 September 2020

স্বামীজীর দার্জিলিং এ থাকাকালীন একটি ঘটনা

  🌿🌻🏵️সর্বভূতে সেই প্রেমময়🏵️🌻🌿


🌿🌻🏵️🙏স্বামীজী বিবেকানন্দ🙏🏵️🌻🌿




বিদেশ থেকে ফেরবার পর স্বামীজীর স্বাস্থ্য ভেঙে পড়েছিল। স্বাস্থ্য‌-উদ্ধারের জন্য স্বামীজী গেছিলেন দার্জিলীঙে। একদিন স্বামীজী সকালবেলা কয়েকজনের সঙ্গে বেড়াতে বেড়িয়েছেন। কাছেই একটা ভুটিয়া স্ত্রীলোক পিঠে খুব ভারী একটা বোঝা নিয়ে অতি কষ্টে পথ চলছে। স্বামীজী একদৃষ্টে তাকে দেখছেন। স্ত্রীলোকটার পথ চলার কষ্ট তিনি যেনো মর্মে মর্মে অনুভব করছেন। হঠাৎ স্ত্রীলোকটি হোঁচট খেয়ে বোঝাসুদ্ধ পড়ে গেল। পাঁজরে তার প্রচন্ড আঘাত লাগল। স্বামীজীও সঙ্গে সঙ্গে পাঁজরে নিদারুণ আঘাত বোধ করলেন ― থমকে দাঁড়ালেন তিনি। একটু পরে বলে উঠলেন :: ""বড্ড ব্যাথা লেগেছে, আর যেতে পারছি না।"" সঙ্গীরা জিজ্ঞাসা করল :: "স্বামীজী, কোথায় ব্যাথা লেগেছে?" তিনি তার পাঁজরের কাছটা দেখিয়ে বললেন :: "" এইখানে ― দেখিসনি ঐ স্ত্রীলোকটির লেগেছে!"" অনুভূতি যাঁদের অসাধারণ তীব্র, তাঁদের ক্ষেত্রে এরকম অনেক সময় ঘটে। শ্রীরামকৃষ্ণের জীবনেও এরকম ঘটনা ঘটতে দেখা যায়। মাঝগঙ্গায় এক মাঝি ঝগড়া করতে করতে আর এক মাঝির পিঠে প্রচণ্ড এক চড় মেরে বসলে তীরে থাকা শ্রীরামকৃষ্ণ সেই চড়ের আঘাত নিজের পিঠে অনুভব করে আর্তনাদ করে উঠেছিলেন।


Book Name:- "সবার স্বামীজী"

থেকে সংগৃহীত।

স্বামী লোকশ্বরানন্দ।


🙏🏵️🌻🌺জয় ঠাকুর মা স্বামীজী🌺🏵️🌻🙏

No comments:

Post a Comment

মানসপুত্র নেতাজী

 🌿 মানসপুত্র নেতাজী 🍁 🌻১৯০২ সালের জানুয়ারীতে সুভাষচন্দ্রের পিতা তাঁকে কটকের মিশনারী স্কুলে ভর্তি করে দিলেন, পুত্রের প্রাথমিক বিদ্যা লাভে...