Tuesday, 1 September 2020

স্বামীজীর মনঃসংযম অবলম্বনে একটি মজার ঘটনা

স্বামীজীর মনঃসংযম অবলম্বনে একটি মজার সত্য ঘটনা:-




স্বামীজী দ্বিতীয় এবং শেষ বারের যতো পাশ্চাত্যে এসেছেন। আমেরিকায় একদিন তিনি একটা নদীর ধারে বেড়াচ্ছেন। হঠাৎ চোখে পড়ল :: কয়েকটি যুবক সাঁকোর উপর দাঁড়িয়ে জলে ভেসে থাকা কয়েয়কটি ডিমের খোলার দিকে গুলি ছুঁড়ছে। বারবার চেষ্টা করছে ― কিন্তু একবারও পারছে না। দাঁড়িয়ে দেখতে দেখতে স্বামীজীর মুখে মৃদু হাসি ফুটে উঠল। যুবকদের একজনের তা চোখে পড়ল। স্বামীজীকে challenge করে সে বলল :: কাজটা যতটা সহজ দেখাচ্ছে ততটা সহজ নয়। দেখি তো আপনি কেমন পারেন! স্বামীজী দ্বিরুক্তি না করে তাদের কাছ থেকে একটা বন্দুক নিলেন, তারপর পরপর বারোটি খোলা গুলিবিদ্ধ করলেন। যুবকরা অবক হয়ে গেল। তারা ভাবল, ইনি নিশ্চয় বহুদিন ধরে বন্দুক ছুঁড়েছেন। স্বামীজী তাদের বললেন :: তিনি এর আগে কখনোই বন্দুকে হাত দেননি। তিনি যে লক্ষ্যভেদ করতে পারলেন তার রহস্য হচ্ছে মনঃসংযম।


Book Name:- "সবার স্বামীজী"

থেকে সংগৃহীত।

স্বামী লোকেশ্বরানন্দ।


🌻🌺🕉️🙏জয় ঠাকুর মা স্বামীজী🕉️🙏🌺🌻

No comments:

Post a Comment

মানসপুত্র নেতাজী

 🌿 মানসপুত্র নেতাজী 🍁 🌻১৯০২ সালের জানুয়ারীতে সুভাষচন্দ্রের পিতা তাঁকে কটকের মিশনারী স্কুলে ভর্তি করে দিলেন, পুত্রের প্রাথমিক বিদ্যা লাভে...