Tuesday, 1 September 2020

স্বামীজীর বন্ধু বাৎসল্যতা অবলম্বনে একটি ঘটনা::- A true story of Swami vivekananda about his love toward his childhood friend.

স্বামীজীর বন্ধু বাৎসল্যতা অবলম্বনে একটি ঘটনা::-



লাহোরে স্বামীজীর সঙ্গে দেখা বাল্যবন্ধু মতিলাল বাবুর। সে "Great Indian Circus" এর অন্যতম স্বত্বাধিকারী, সর্কাস দেখতে লাহোরে এসেছে। বহুদিন পরে বন্ধুকে দেখে স্বামীজী আগের মতোই মহা - উল্লাসে আলাপ জুড়ে দিলেন, কিন্তু মতিলাল তাঁর বিশ্ববিশ্রুত বন্ধুর কাছে খুব সঙ্কোচ বোধ করতে লাগলেন। শেষে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলেন :: "ভাই তোমায় এখন কি বলে ডাকব?" স্বামীজী বললেন :: "মতি তুই কি পাগল হয়েছিস নাকি? আমি কি হয়েছি? আমিও সেই নরেন আর তুইও সেই মতি।" স্বামীজী এমনভাবে কথাগুলি বললেন যে, মতিলালবাবুর সমস্ত সঙ্কোচ দূর হয়ে গেলো।


Book name:- "সবার স্বামীজী"

থেকে সংগৃহীত*।

স্বামী লোকেশ্বরানন্দ।


🌺🌻🙏🕉️জয় ঠাকুর মা স্বামীজী🕉️🙏🌻🌺

🌺🌻🌼🌾🌾🌷🌷🏵️🏵️🌿🌿🌹🌹🌺

No comments:

Post a Comment

মানসপুত্র নেতাজী

 🌿 মানসপুত্র নেতাজী 🍁 🌻১৯০২ সালের জানুয়ারীতে সুভাষচন্দ্রের পিতা তাঁকে কটকের মিশনারী স্কুলে ভর্তি করে দিলেন, পুত্রের প্রাথমিক বিদ্যা লাভে...