-:🌼🌻শ্রীশ্রীমায়ের ধরায় আগমন🌻🌼:-
🌿🍁🌿🍁 সমাজে তখন নগরায়নের দিকে ঝোঁক। গ্রাম থেকে অর্থ উপার্জনের জন্য মানুষ নগরমুখী। রামচন্দ্র মুখোপাধ্যায়ও আর্থিক সচ্ছলতার জন্য কলকাতায় উপস্থিত হলেন। স্বামী কাজের খোঁজে শহরে গিয়েছেন, শ্যামাসুন্দরী তাই বাপের বাড়ি শিহড়ে। জয়রামবাটীর কাছেই এই শিহড়। যেখানে শ্যামসুন্দরী দেবীর এক অদ্ভুত অভিজ্ঞতা হল। একদিন অসুস্থ অবস্থায় অন্যান্য গ্রাম্যবধূর মতোই পুকুরের পাড়ে শৌচে গেছেন শ্যামসুন্দরী দেবী। প্রায় সংজ্ঞাহীন অবস্থা। এমন সময় কুমোরদের পোয়ানের (মাটি শুকোবার স্থান) কাছে ঝনঝন শব্দে সচকিত হয়ে উঠলেন তিনি। তাকিয়ে দেখলেন, সামনের বেলগাছ থেকে একটি শিশুকন্যা নেমে এল এবং তার নরম কোমল দুটি হাত দিয়ে শ্যামসুন্দরীর গলা জড়িয়ে ধরে বলল, " আমি তোমার ঘরে এলাম, মা।" শ্যামসুন্দরী সংজ্ঞাহীন হয়ে পড়লেন। জ্ঞান ফিরলে অনুভব করলেন ওই কচি মেয়েটি যেন তাঁর গর্ভে প্রবেশ করেছে।
🌺🌻🌺🌻এরপর ১৮৫৩ খ্রিস্টাব্দের ২২ ডিসেম্বর, বৃহস্পতিবার সারদাদেবীর জন্ম।
বাংলা তারিখ: ৮ই পৌষ, ১২৬০ বঙ্গাব্দ, কৃষ্ণাসপ্তমী তিথি।
সময়: রাত্রি, ২ দন্ড ৯ পল। 🌺🌻🌺🌻
🌺🙏শুভ জন্মতিথি মা🙏🌺
🌼🌼🌼🌼প্রনাম নিও, সকলের মঙ্গল করো, ভালো করো রক্ষা করো,🏵️🏵️🏵️🏵️
🙏🏵️জয় মা জগৎ জননী মা সারদা দেবীর জয়🏵️🙏
🌷জয় ঠাকুর 🌷 জয় স্বামীজী 🌷
No comments:
Post a Comment