Wednesday 13 January 2021

When Swamiji was in America

 🍁স্বামীজীর আমেরিকায় থাকাকালীন দুটি ঘটনাঃ―🍁


       আমেরিকার  পশ্চিম প্রান্তের একটা নগরীতে স্বামীজী একবার বক্তৃতায় বলেছিলেন: যিনি সর্বোত্তম সত্যে পৌঁছেছেন, বাইরের কোনো কিছুই তাকে বিচলিত করতে পারেনা। কথাগুলি শুনল কয়েকটি "কাউবয়"। তারা ঠিক করলো স্বামীজীর উপরেই স্বামীজীর এই কথার পরীক্ষা চালাতে হবে। স্বামীজী তাদের গ্রামে বক্তৃতা করতে গেলে তারা একটি টব উল্টে তার উপরে দাঁড়িয়ে তাকে বক্তৃতা করতে বললেন। স্বামীজী একটুও দ্বিধা না করে তা-ই করলেন এবং মুহূর্তের মধ্যে বক্তৃতার মধ্যে ডুবে গেলেন। এমন সময় তার কানের দুপাশ দিয়ে শোঁ শোঁ শব্দে গুলি ছুটতে লাগল। স্বামীজী কিন্তু একটুও বিচলিত না হয়ে বক্তৃতা চালিয়ে গেলেন। বক্তৃতা শেষ হলে সেই ছেলেগুলো তাঁকে ঘিরে দাঁড়াল, করমর্দন করে বলল : হ্যাঁ , তুমি সত্যিই খাঁটি লোক।।


                         ★★★★★


      স্বামীজী তখন আমেরিকার সমাজে সুপ্রতিষ্ঠিত। কোনো এক রেলস্টেশনে ট্রেন থেকে নামমাত্র স্বামীজীকে বিপুলভাবে সংবর্ধনা করা হচ্ছে। এমন সময় একটি নিগ্রো কুলি এসে তাঁর দিকে হাত বাড়িয়ে বলল: সে শুনেছে তিনি তারই স্বজাতীয়, তাঁর গৌরবে নিগ্রোসমাজ গৌরবান্বিত , অতএব সে তার করমর্দনের সৌভাগ্য লাভ করতে চায়। স্বামীজী সঙ্গে সঙ্গে সেই কুলির দিকে হাত বাড়িয়ে বললেন : " ধন্যবাদ, ভাই তোমাকে ধন্যবাদ।" কুলিটিকে তিনি বললেন না যে তিনি নিগ্রো নন। আমেরিকার অনেক হোটেলে তাকে নিগ্রো মনে করে ঢুকতে দেওয়া হত না এবং তাঁর প্রতি দুর্ব্যবহার করা হত। কিন্তু কখনও তিনি বলতেন না যে, তিনি নিগ্রো নন। একবার এক পাশ্চাত্য শিষ্য তাকে জিজ্ঞাসা করেছিল , কেন তিনি এইসব ক্ষেত্রে আত্মপরিচয় দেন না। স্বামীজী উত্তর দিয়েছিলেন : " কি!, অপরকে ছোট করে আমি বড় হবে? আমি তো পৃথিবীতে সেজন্য আসিনি।"


*সংগৃহিত*


🌿🌿🙏🌺🏵️💥জয় ঠাকুর মা স্বামীজী💥🌺🏵️🙏🌿🌿

No comments:

Post a Comment

মানসপুত্র নেতাজী

 🌿 মানসপুত্র নেতাজী 🍁 🌻১৯০২ সালের জানুয়ারীতে সুভাষচন্দ্রের পিতা তাঁকে কটকের মিশনারী স্কুলে ভর্তি করে দিলেন, পুত্রের প্রাথমিক বিদ্যা লাভে...