🌼🌿🌼🌿🌼🌿
বেলুড় মঠে স্বামীজী যে-ঘরে থাকতেন তার পাশের ঘরেই থাকতেন স্বামী বিজ্ঞানানন্দ। একদিন রাত দুটোর সময় বিজ্ঞানানন্দের ঘুম ভেঙে গেল। বাইরে বেরিয়ে দেখলেন, স্বামীজী বারান্দায় অস্থিরভাবে পায়চারি করছেন। বিজ্ঞানানন্দ জিজ্ঞাসা করলেন : “কি স্বামীজী ! আপনার ঘুম হচ্ছে না?? স্বামীজী বললেন : “বেশ ঘুমিয়েছিলাম। হঠাৎ যেন একটা ধাক্কা লাগল আর আমার ঘুম ভেঙে গেল। আমার মনে হয়, কোন জায়গায় একটা দুর্ঘটনা হয়েছে এবং অনেক লোক তাতে দুঃখ-কষ্ট পেয়েছে।' বিজ্ঞানানন্দ মনে মনে হাসলেন : “কোথায় কি দুর্ঘটনা হল আর স্বামীজীর এখানে ঘুম ভেঙে গেল—এটা কি সম্ভব!' কিন্তু আশ্চর্য! পরদিন সকালের খবরের কাগজে দেখা গেল, ফিজির কাছে একটা দ্বীপে অগ্ন্যুৎপাত হয়ে বহু লোক মারা গেছে। অগ্ন্যুৎপাত ঘটেছিল ঠিক সেই সময়টায়- —যে সময় কিসের যেন আঘাতে স্বামীজীর ঘুম ভেঙে গিয়েছিল।
🌻🌿🌻🌿🌻🌿
✍️Book name:- সবার স্বামীজী🌼
No comments:
Post a Comment