Tuesday 1 September 2020

🏵️🌺দয়াময়ী মা সারদা🌺 🏵️

 🙏🌺--**মায়ের হাতে খাই পরি মা নিয়েছেন আমার ভার**--🌺🙏


প্রসন্ন মামার (শ্রীমায়ের বড়ো ভাই প্রসন্ন কুমার মুখোপাধ্যায়) মেয়ে নলিনী একজন মুসলমান মজুরকে খেতে দিচ্ছেন, পরিবেশনের সময় উঠোন থেকে ছুঁড়ে ছুঁড়ে খেতে দিচ্ছেন। হঠাৎ তাঁর এই ব্যবহার শ্রীমায়ের নজরে এল, মা দেখেই বললেন, ""ও কিরে! ওভাবে খেতে দেয় নাকি!"" মা নলিনীদির কাছ থেকে থালা নিয়ে নিজের হাতে পরিবেশন করলেন। তারপর যখন এঁটো পরিষ্কার করে গোবরজল ছড়া দিচ্ছেন, এমন সময় নলিনীদি বললেন, "পিসিমা তোমার জাত যাবে যে!" মা বললেন, ""ছেলের এঁটো পরিষ্কার করলে জাত যায় নাকি!""

                    * * * * * * * * * *

                

                  * * * * * * * * * *

উদ্বোধনে একদিন পূর্ববঙ্গের একটি মেয়েকে দীক্ষা দিলেন শ্রীমা। দীক্ষার পর তাকে পাশে বসিয়ে খাওয়া খাওয়ালেন। পরে তার হাতে এক ঘটি জল তুলে দিয়ে মা বললেন, "হাত ধোও।" হাত ধোওয়া হলে তাকে আরেক ঘটি জল দিয়ে মা বললেন, "পা ধোও।" মেয়েটি সেই মাতৃস্নেহের আস্বাদ পেয়ে কেঁদে ফেলল, কিন্তু মায়ের এ আদেশ কি করে পালন করে! শ্রীমা বললেন, ""তুমি আমার কে?"" সে উত্তর দিল, ''আমি তোমার মেয়ে।'' তখন মা বললেন, ""তবে যা বলছি শোন। পা ধোও।""


 Book Name:- "আমি সকলের মা"

থেকে সংগৃহীত।

স্বামী প্রভানন্দ।


[**শ্রীশ্রীমায়ের ভাইদের সন্নাসী মহারাজরা "মামা" বলে সম্বোধন করতেন এবং শ্রীশ্রীমায়ের ভাইঝিদের "দিদি" বা "দি" বলে সম্বোধন করতেন।]


🙏🌺জননীং সারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্‌গুরুম পাদপাদ্মে তয়ো শ্রিত্বা প্রনমামি মূহুর্মূহুঃ🌺🙏


🙏🏵️🌻🌺জয় ঠাকুর মা স্বামীজী🌺🏵️🌻🙏

No comments:

Post a Comment

মানসপুত্র নেতাজী

 🌿 মানসপুত্র নেতাজী 🍁 🌻১৯০২ সালের জানুয়ারীতে সুভাষচন্দ্রের পিতা তাঁকে কটকের মিশনারী স্কুলে ভর্তি করে দিলেন, পুত্রের প্রাথমিক বিদ্যা লাভে...