**স্বামীজীর লন্ডনে থাকাকলীন একটি ঘটনা**
চিকাগো ধর্ম মহাসভা সম্মেলনে স্বামীজীর কিছু দুষ্প্রাপ্য ছবি:-
স্বামীজী একবার লন্ডনে "রাজযোগ" সম্বন্ধে বলছেন। হঠাৎ বক্তৃতার মধ্যে এক অ্যাংলো স্বমীজীর বক্তৃতার বিরুদ্ধে টিপ্পনী কাটতে লাগলেন। শ্রোতারা বিরক্ত হলেও স্বামীজী প্রথমে ঐ ভদ্রলোককে অগ্রাহ্য করে বক্তৃতা চালিয়ে যেতে লাগলেন। ঐ অ্যাংলো-ইন্ডিয়ান ক্রমশ মাত্রা ছাড়িয়ে গেলেন। স্বামীজী বুদ্ধের প্রশংসা করলে তিনি বুদ্ধের নিন্দা করলেন, স্বামীজী সাধুদের প্রশংসা করলে তিনি সাধুদের চোর-ছ্যাঁচড় বলে গালাগালি করলেন ; শেষে তিনি স্বামীজীকে বাঙালি বুঝতে পেরে বাঙালিদের নিন্দা ও ইংরেজদের প্রশস্তি করতে লাগলেন। বারবার বাধা পেয়ে স্বামীজী এবার ওই অভদ্র লোকটির দিকে ঘুরে তাকালেন । ইতিহাস থেকে একের পর এক নজির দেখিয়ে এমনভাবে তিনি ইংরেজদের কুকীর্তির কথা চোখে আঙু্ল দিয়ে দেখিয়ে দিলেন যে ওই অ্যাংলো-ইন্ডিয়ানটি তখন নিজেকে সামলাতে না পেরে কেঁদে ফেললেন। স্বামীজী ক
অমনি মুখ ফিরিয়ে বক্তৃতার প্রসঙ্গে ফিরে এলেন এবং যেনো কিছুই হয়নি এইভাবে বক্তৃতা শেষ করলেন।
স্বামীজী আমেরিকায় একটি বক্তৃতায় পাশ্চাত্যের প্রবল ভারতনিন্দার সমালোচনা করে বলেছিলেন ঃ " যদি গোটা ভারত উঠে দাঁড়ায় এবং ভারত মাহাসাগরের নীচে যত কাদা আছে সব তুলে নিয়ে পাশ্চাত্য দেশগুলোর দিকে ছুঁড়ে মারে ― তাহলেও আপনারা আমাদের বিরুদ্ধে যা করেছেন তার যৎসামান্য প্রতিশোধও হবেনা।"
Book Name:- "সবার স্বামীজী"
থেকে সংগৃহীত।
স্বামী লোকেশ্বরানন্দ।
🌼🌻🕉️🙏জয়তু স্বামীজী🙏🕉️🌻🌼
🙏🏵️🌻🌺জয় ঠাকুর মা স্বামীজী🌺🏵️🌻🙏
No comments:
Post a Comment