Tuesday, 1 September 2020

🌼🌻স্বামী বিবেকানন্দের বিবেক বানী🌻🌼

 🙏🙏🌼🌻জয়তু স্বামীজী🌻🌼🙏 🙏


    🌹🌿স্বামীজীর বিবেক বাণী🌿🌹


""যে–বিদ্যার উন্মেষে ইতর–সাধারণকে 

জীবন সংগ্রামে সমর্থ করতে পারা যায় না,

যাতে মানুষেল চরিত্রবল, পরার্থপরতা,

সিংহসাহসিকতা এনে দেয় না, সে কি আবার শিক্ষা?""


                      **************


""টাকায় কিছুই হয় না, নামেও হয় না, যশেও হয় না,

বিদ্যায়‌ও কিছু হয় না, ভালবাসায় সব হয় –

চরিত্র‌ই বাধাবিঘ্নরূপ বজ্রদৃঢ় প্রাচীরের মধ্য দিয়া পথ করিয়া ল‌ইতে পারে।""


                     **************


''''জগতের যা কিছু উন্নতি, সব মানুষের শক্তিতে হ‌ইয়াছে, বিশ্বাসের শক্তিতে হ‌ইয়াছে।

নিজের উপর বিশ্বাসসম্পন্ন হ‌ও– সেই বিশ্বাসবলে নিজের পায়ে নিজে দাঁড়াও।''''


                                      ― স্বামী বিবেকানন্দ




🙏🙏🌼🌻জয়তু স্বামীজী🌻🌼🙏🙏


    🌹🌿স্বামীজীর বিবেক বাণী🌿🌹


''''জগতের ইতিহাস হ‌ইল – পবিত্র গম্ভীর, চরিত্রবান এবং শ্রদ্ধাসম্পন্ন কয়েকটি মানুষের ইতিহাস। 

আমাদের তিনটি বাস্তব প্রয়োজন – অনুভব করিবার হৃদয়, ধারণা করিবার মস্তিষ্ক এবং কাজ করিবার হাত।''''


                     **************


""এই জীবন ‌ক্ষনভঙ্গুর , জগতের ধন মান ঐশ্বর্য – এ সকল‌ই ক্ষনস্থায়ী। 

তাহারাই যথার্য জীবীত , যাহারা অপরের জন্য জীবনধারণ করে । অবশিষ্ট ব্যক্তিগণ বাঁচিয়া নাই, মরিয়া আছে।""


                     **************


""ব্রহ্ম হ'তে কীট-পরমাণু সর্বভূতে সেই প্রেমময়,

মন প্রাণ শরীর অর্পণ কর সখে,এ সবার পায়।

বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর?

জীবে প্রেম করে যেই জন, সেইজন সেবিছে ঈশ্বর।।""


                                      ― স্বামী বিবেকানন্দ


🙏🙏🌻🌼জয়তু স্বামীজী🌼🌻🙏🙏


🙏🙏🌹🌻জয় ঠাকুর মা স্বামীজী🌹🌻🙏🙏

No comments:

Post a Comment

মানসপুত্র নেতাজী

 🌿 মানসপুত্র নেতাজী 🍁 🌻১৯০২ সালের জানুয়ারীতে সুভাষচন্দ্রের পিতা তাঁকে কটকের মিশনারী স্কুলে ভর্তি করে দিলেন, পুত্রের প্রাথমিক বিদ্যা লাভে...