Tuesday 1 September 2020

🕉️🌺-------*অন্নপূর্ণারূপী মা সারাদা*--------🌺🕉️ || Maa Sarada As Maa Annapurna||

 

🕉️🌺-----*অন্নপূর্ণারূপী মা সারাদা*-----🌺🕉️




 দেশাড়া- গ্রামবাসী হরিদাস বৈরাগী বেহালা বাজিয়ে গান গাইতেন। তাঁর মুখে "কি আনন্দের কথা উমে!" গানটি গিরিশচন্দ্র ঘোষ শুনে মুগ্ধ হয়েছিলেন। বৃদ্ধ শেষ বয়সে অর্থসঙ্কটে পড়েন। একদিন সকাল দশটার সময় তিনি মায়ের বাড়িতে ভিক্ষা করতে এলে শ্রীমা তাঁকে তেল মেখে স্নান করতে বললেন এবং পরে বারান্দায় বসিয়ে পরম আদরে মুড়ি-গুড় প্রভৃতি প্রসাদ দিলেন। বৃদ্ধ মুড়ি খাচ্ছেন আর শ্রীমা পাশে বসে গল্প করতে করতে পান সাজছেন। তখন প্রথম মহাযুদ্ধের কাল। চিরিদিকে চরম দুর্ভিক্ষ চলছে। বৃদ্ধ জানালেন তাঁর পরিধেয় বস্ত্র নেই। শ্রীমা সকালে স্নান করে নিজের নতুন কাপড়খানি শুকাতে দিয়েছিলেন। বৃদ্ধের কথা শুনে তৎক্ষনাৎ তা তুলে এনে তাঁকে দিলেন। শ্রীমায়ের মমতায় বিগলিত হয়ে অশ্রুসিক্ত নয়নে সেই দান গ্রহণ করলেন হরিদাস বৈরাগী।


Book Name:- "আমি মা সবার মা"

থেকে সংগৃহীত।

স্বমী প্রভানন্দ।


🙏🌺জননীং সারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্‌গুরুম পাদপাদ্মে তয়ো শ্রিত্বা প্রনমামি মূহুর্মূহুঃ🌺🙏


🙏🏵️🌻🌺জয় ঠাকুর মা স্বামীজী🌺🏵️🌻🙏

No comments:

Post a Comment

মানসপুত্র নেতাজী

 🌿 মানসপুত্র নেতাজী 🍁 🌻১৯০২ সালের জানুয়ারীতে সুভাষচন্দ্রের পিতা তাঁকে কটকের মিশনারী স্কুলে ভর্তি করে দিলেন, পুত্রের প্রাথমিক বিদ্যা লাভে...