Wednesday 13 January 2021

Ma Sarada and Sister Nivedita

-:🍁শ্রীশ্রীমা ও নিবেদিতার কিছু কথা🍁:-


🌼🌿🌻🌿🌼🌻🌿🌼

       নিবেদিতাকে মা অত্যন্ত স্নেহ করতেন। তাঁর ভারত সম্পর্কীয় প্রতিটি কাজের সম্যক গুরুত্ব মা বুঝতেন। মুসলমান ছাত্ররা একবার নিবেদিতাকে 'এশিয়ায় ইসলাম' বিষয়ে বলবার জন্য আমন্ত্রণ করেছিল। মাকে সেকথা জানালে মা এত খুশি হয়েছিলেন যে, নিবেদিতা অবাক হয়ে গেছিলেন। 

মায়ের লাল-পেড়ে শাড়ি পড়া যে বসা-মূর্তির ছবি আজ ঘরে ঘরে দেখা যায় , তা নিবেদিতা এবং ওলি বুলের উদ্যোগে তোলা। 

নিবেদিতা সম্বন্ধে মা বলেছেন: " যেন সাক্ষাৎ দেবী। নরেনকে কি ভক্তিই করে। নরেন এদেশে জন্মেছে বলে সর্বস্ব ছেড়ে এসে প্রাণ দিয়ে তার কাজ করছে। কি গুরুভক্তি! এদেশের উপরই বা কি ভালোবাসা!" 

আর তাঁর প্রতি নিবেদিতার ভক্তি-প্রসঙ্গে বলেছেন: "আমার জন্য সে কি করবে ভেবে পেত না। রাত্রিতে যখন আমায় দেখতে আসত, আমার চোখে আলো লেগে কষ্ট হবে বলে একখানি কাগজ ঘিরে ঘরের আলোটি আড়াল করে দিত।  প্রনামকরে নিজের রুমাল দিয়ে কত সন্তর্পনে আমার পায়ের ধুলো নিত। দেখতুম যেন পায়ে হাত দিতেও সংকুচিত হচ্ছে।" 

নিবেদিতার মৃত্যু  সংবাদে শ্রীমা গভীর দুঃখ পেয়েছিলেন। নিবেদিতার কথা বলতে গেলেই তাঁর চোখে জল আসত। জনৈক ভক্ত-মহিলাকে বলেছিলেন, " যে হয় সুপ্রাণী, তার জন্য কাঁদে মহাপ্রাণী(অন্তরাত্মা), যান মা?"
     

     নিবেদিতা তাঁকে একটা চাদর দিয়েছিলেন। জীৱন হয়ে গেলেও মা সেটাকে যত্ন করে রেখে দিয়েছিলেন। বলতেন: "কাপড়খানিকে দেখলে নিবেদিতাকে মনে পড়ে। কি মেয়েই ছিল বাবা!" 

নিবেদিতা সম্বন্ধে মা বলেছিলেন: "নিবেদিতা এখানকার , কেবল তাঁর (অর্থাৎ শ্রীরামকৃষ্ণের ) ভাব ও বার্তা ওদেশে প্রচারের জন্য ওদেশে জন্মগ্রহণ করেছিল।"
🏵️☘️🏵️☘️🏵️☘️🏵️


🌿ভগিনী নিবেদিতার জন্ম:- ১৮ই অক্টোবর ১৮৬৭, টাইরন, আয়ারল্যান্ড (now North Ireland).
🌿মৃত্যু:- ১৩ই অক্টোবর ১৯১১,
বয়স:৪৩ বছর, রায় ভিলা, শিলিগুড়ি, দার্জিলিং।
🍀🏵️🍀🏵️🍀


*****..".সংগৃহিত."..*****


🌼জয় মা সারদা🌸
🌼জয় ভগিনী নিবেদিতা🌸
🌼জয় ঠাকুর🌸
🌼জয় মা🌸
🌼জয় স্বামীজী🌸

No comments:

Post a Comment

মানসপুত্র নেতাজী

 🌿 মানসপুত্র নেতাজী 🍁 🌻১৯০২ সালের জানুয়ারীতে সুভাষচন্দ্রের পিতা তাঁকে কটকের মিশনারী স্কুলে ভর্তি করে দিলেন, পুত্রের প্রাথমিক বিদ্যা লাভে...