Thursday 18 January 2024

শ্রী রামকৃষ্ণদেবের যীশু দর্শন

 


ভগবান রামকৃষ্ণ দেবের গৃহী ভক্ত যদুলাল মল্লিকের বাগান বাড়িতে ঠাকুর(রামকৃষ্ণ) বেড়াতে গেলে উপস্থিত কর্মচারীরা বাবুদের বৌঠক খানা খুলে ঠাকুরকে সেখানে বসতে অনুরোধ করেন।ঐ বৈঠক খানায় অনেক সুন্দন সুন্দর ছবি ছিল।তার মধ্যে মা মেরীর কোলে শিশুযীশুর একখানি ছবিও ছিল।এক দিন ওই ঘরে বসে ঠাকুর ছবিখানি তন্ময় হয়ে দেখছেন আর যীশুর কথা ভাবছেন, 

এমন সময় ছবিটি যেন জিবন্ত জ্যোতির্ময় হয়ে উঠল ও সেই অদ্ভুত দেবমাতা ও দেবশিশুর অঙ্গ থেকে অনেক জ্যোতিরশ্মি বেরিয়ে ঠাকুরের ভেতর ডুকে যেতে আরম্ভ করল।সেই সঙ্গে জন্মগত হিন্দুসংস্কারসমূহ লীন হয়ে গিয়ে যিশুখ্রিস্ট ও তার প্রবর্তিত সম্প্রদায়েরর প্রতি পূর্ণ শ্রদ্ধা বিশ্বাসে ঠাকুরের মন ভরে যেতে থাকল।তিন দিন পর্যন্ত ঠাকুরের এই ভাব ছিল।তিন দিন পড়ে যখন পঞ্চবটি তলায় বেড়াচ্ছেন তখন দেখলেন 

তখন দেখলেন সুন্দর গৌড়বর্ণ এক দেবমানব স্থির দৃষ্টিতে ঠাকুরের দিকে এগিয়ে আসছেন।দেখতে দেখতে সেই মূর্তি কাছে এগিয়ে এল,এবং ঠাকুরের পবিত্র অন্তঃকরণ থেকে আপনিই ধ্বনিত হতে লাগলো -'ঈশামসি' অর্থাৎ ভগবান যিশু। যিশুখ্রিস্ট এসে ঠাকুরকে আলিঙ্গন করলেন ও ঠাকুরের শরীরে লীন হয়ে গেলেন, ভাবাবিষ্ট অবস্থায় ঠাকুর বাহ্যজ্ঞান হারালেন। এইভাবে প্রত্যক্ষ দর্শন লাভ করে ঠাকুর স্থিরনিশ্চয় হয়েছিলেন যে,যিশুখ্রিস্ট একজন অবতার-পুরুষ।।


ঠাকুরের দেহে যীশুর লীন হয়ে যাওয়ার ঘটনা সাক্ষরাখে যে ঠাকুর ও যীশু অভেদ আর সেই ঘটনাকে কেন্দ্র করেই, 

রামকৃষ্ণ সঙ্ঘের বিভিন্ন শাখায় ও গৃহীভক্তরা তাদের গৃহে যীশু আরাধনা করেন।

এটি বস্তুত ঠাকুরের আরাধনা হিসেবেই গন্য করা হয়।।


#collected 


🎈🎁জয় ঠাকুর মা স্বামীজী ❤️🙏🏻


সবাইকে শুভ বড়দিনের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই🙏🏻❤️


ঠাকুর সকলের মঙ্গল করুন❤️🙏🏻

No comments:

Post a Comment

মানসপুত্র নেতাজী

 🌿 মানসপুত্র নেতাজী 🍁 🌻১৯০২ সালের জানুয়ারীতে সুভাষচন্দ্রের পিতা তাঁকে কটকের মিশনারী স্কুলে ভর্তি করে দিলেন, পুত্রের প্রাথমিক বিদ্যা লাভে...