-::শ্রীশ্রী মায়ের কথা::-
*===========🪷============*
_প্রথম প্রথম বুঝতে পারিনি যে, আমাদের পিসিমা সাক্ষাৎ দেবী । একদিনের একটি ঘটনা জীবনে ভুলতে পারব না । পিসিমার বাড়ির সামনের পুণ্যিপুকুরে মাছ ধরার খবর দিলেন মহারাজরা । আমি দলবল নিয়ে সকাল করেই হাজির হলাম । সম্ভবতঃ রাসপূর্ণিমার দিন ছিল ।_
_পাড়াগাঁয়ে পুকুরে জাল নামালে প্রতিবেশীরা পুকুরপাড়ে এসে দেখে । সেদিন দেখি, পিসিমাও তাঁর দুই ভাইঝিকে নিয়ে পুকুরপাড়ে দাঁড়িয়েছেন । হয়তো ভাইঝিরা মাছধরা দেখার বায়না ধরেছিল, তাই বাধ্য হয়ে তাঁকে পুকুরপাড়ে আসতে হয়েছিল ।_
_পিসিমাকে পুকুরপাড়ে দেখে খুব আনন্দ হয়েছিল । মনে হয়েছিল, আজ যখন পিসিমা স্বয়ং পুকুরপাড়ে এসেছেন, তখন তাঁর হাতে একটা বড় মাছ দেব ঠাকুরের ভোগের জন্য । ঐ পুকুরে দু-একটা বড় মাছ থাকতই । সেগুলো পুরোনো মাছ - খুব বড় । তারা সহজে জালে পড়ত না । জাল ছিঁড়ে বেরিয়ে যেত । ঐ সমস্ত মাছ আটকাতে খুব পরিশ্রম হতো; মাঝে মাঝেই জলে ডুব দিয়ে জালের তলা ঠিক করে দিতে হতো । ঐ সমস্ত মাছ জাল উল্টে বেরিয়ে যায় । সেদিনও মাঝে মাঝে জলে ডুব দিয়ে জাল ঠিক করতে ব্যস্ত আছি, কিন্তু মন পড়ে আছে পিসিমার কাছে । সবসময় তাঁকে লক্ষ্য করছি । ভাবছি, হয়তো এক্ষুণি তিনি ঘরে চলে যাবেন ।_
_এইরকম ভাবতে ভাবতে পিসিমার দিকে চোখ রাখতেই দেখি এক আশ্চর্য্য দৃশ্য । দেখি, পিসিমা তাঁর ভাইঝিদের এক জায়গায় দাঁড় করিয়ে রেখে পুকুরপাড় ধরে পূবদিকে কোথায় যেন যাচ্ছেন । কিছুক্ষণের মধ্যেই দেখি তাঁর সঙ্গে আরও দুজন মহিলা - একই কাপড়, একই পাড়, একই রকম মাথায় ঘোমটা । যদিও তাঁদের সামনাসামনি দেখতে পাচ্ছিলাম না, তবু দেখে মনে হল বাকি দুজনের মুখের আদলও যেন পিসিমার মতো ।_
_এই দৃশ্য দেখে আমিতো চমকে উঠলাম । তাড়াতাড়ি জল থেকে ডাঙায় উঠে দেখতে ইচ্ছা হলো । হলে কি হবে, সবই বিধাতার ইচ্ছা ! যেই না আমি পুকুরপাড়ের কাছাকাছি এসেছি, একটা বড় মাছ গায়ে লেজের ঝাপটা দিয়ে চলে গেল । আমিও তখন পাড়ে ওঠার কথা ভুলে গিয়ে জাল ঠিক করতে লেগে গেলাম ।_
_...সেদিন পুকুরপাড়ে যা দেখেছিলাম সেকথা তাঁকে কিছু বলিনি । পরে পিসিমাকে একদিন ফাঁকা পেয়ে জিজ্ঞাসা করেছিলাম, "আচ্ছা পিসিমা, ঐ মাছ ধরার দিনে আপনি যখন ভাইঝিদের নিয়ে পুকুরপাড়ে গিয়েছিলেন, তখন আপনার সঙ্গে আর দুজন বউ কে ছিল - ঠিক আপনার বয়সী, আপনার মতো দেখতে, আপনার মতো কাপড় পরে ছিল তারা ?"_
_পিসিমা আমার কথায় পাত্তা না দিয়ে বললেন, "কে আবার থাকবে ? আমি ওদের দাঁড় করিয়ে রেখে বেলতলায় গিয়েছিলাম - গিমেশাক হয়েছে কিনা দেখতে । রাধু-মাকুতো এধারে দাঁড়িয়েই ছিল ।"_
_আমি আবার বললাম, " না গো পিসিমা, আপনি যখন বেলতলা যাচ্ছিলেন, তখনি আপনার আগে-পিছে দুজন মেয়েলোককে আমি দেখেছি । আপনি যে মাঝে রয়েছেন তাও বুঝতে পেরেছি ।"_
_পিসিমা হেসে বললেন, "তোর পেট গরম হয়েছে - মিছরি ভিজিয়ে খা ।" এই বলেই পিসিমা ঘরে ঢুকে গেলেন । তখনো চমকে উঠলাম -- দেখি, আবার সেই দৃশ্য -- পিসিমা মাঝে, তাঁর আগে ও পিছে দুজন মেয়ে । আমি আবার চিৎকার করে বললাম, "পিসিমা !"_
_তখন পিসিমা ঘরের ভিতর থেকে সাড়া দিয়ে বললেন, "লালু, একটু বোস । প্রসাদ নিয়ে যাবি ।" পরে তিনি এসে মুড়কি ও ফলপ্রসাদ দিলেন । পিসিমা সেদিন কিছুতেই স্বীকার করেননি, কিন্তু আমি কিছুতেই ভুলতে পারিনি সে-দৃশ্য । দু-দুবার দেখেছি -- একই রকম চেহারা নিয়ে দুজন মেয়েলোক পিসিমার আগে ও পিছনে ।_
_*লালমোহনে দাস*_
*_________________________*
*তথ্যসূত্রঃ* শ্রীশ্রীমায়ের পদপ্রান্তে।
🌾🍁🌾🍁🌾🍁🌾🍁🌾🍁🌾
(★এরকম পোস্ট নিয়মিত পেতে ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকুন ★)
দিব্যত্রয়ী - the holy trio
No comments:
Post a Comment