Wednesday, 11 December 2024

Shri Ramkrishna anudhyan

 



🌼-:*শ্রী রা ম কৃ ষ্ণ   অ নু ধ্যা ন*:-🌼 

*===========🪷===========*

-::*_ঠাকুরই পূর্ণব্রহ্ম ঈশ্বর_*::-


_*শিষ্য।*- মহাশয়, ঠাকুর যে পূর্ণব্রহ্ম ভগবান, এ কথা তিনি আপনাকে নিজ মুখে কখনও বলিয়াছিলেন কি?_


_*স্বামীজী।*- কতবার বলেছেন। আমাদের সবাইকে বলেছেন। তিনি যখন কাশীপুরের বাগানে --- যখন তাঁর শরীর যায় যায়, তখন আমি তাঁর বিছানার পাশে একদিন মনে মনে ভাবছি এই সময় যদি বলতে পারো 'আমি ভগবান', তবে বিশ্বাস করব --- তুমি সত্যসত্যই ভগবান। তখন শরীর যাবার দু-দিন মাত্র বাকি। ঠাকুর তখন হঠাৎ আমার দিকে চেয়ে *বললেন, 'যে রাম, যে কৃষ্ণ --- সে-ই ইদানিং এ শরীরে রামকৃষ্ণ, তোর বেদান্তের দিক দিয়ে নয়।'* আমি শুনে অবাক হয়ে রইলুম। প্রভুর শ্রীমুখে বার বার শুনেও আমাদেরই এখনও পূর্ণ বিশ্বাস হল না --- সন্দেহ, নিরাশায় মন মধ্যে মধ্যে আন্দোলিত হয় --- তা অপরের কথা আর কি বলব? আমাদেরই মতো দেহবান এক ব্যক্তিকে ঈশ্বর বলে নির্দেশ করা ও বিশ্বাস করা বড়ই কঠিন ব্যাপার। সিদ্ধ, ব্রহ্মজ্ঞ --- এ-সব বলে ভাবা চলে। তা যাই কেন তাঁকে বল না, ভাব না --- মহাপুরুষ বল, ব্রহ্মজ্ঞ বল, তাতে কিছু আসে যায় না। কিন্তু ঠাকুরের মতো এমন পুরুষোত্তম জগতে এর আগে আর কখনও আসেননি। সংসারে ঘোর অন্ধকারে এখন এই মহাপুরুষই জ্যোতিঃস্তম্ভস্বরূপ।এঁর আলোতেই মানুষ এখন সংসার-সমুদ্রের পারে চলে যাবে।_


_*শিষ্য।*- মহাশয়, আমার মনে হয়, কিছু না দেখিলে শুনিলে যথার্থ বিশ্বাস হয় না। শুনিয়াছি, মথুরবাবু ঠাকুরের সম্বন্ধে কত কি দেখিয়াছিলেন! তাই ঠাকুরে তাঁর এত বিশ্বাস হইয়াছিল।_


_*স্বামীজী।*- যার বিশ্বাস হয় না, তার দেখলেও বিশ্বাস হয় না ; মনে করে মাথার ভুল, স্বপ্ন ইত্যাদি। দুর্যোধনও বিশ্বরূপ দেখেছিল, অর্জুনও দেখেছিল। অর্জুনের বিশ্বাস হল, দুর্যোধন ভেল্কিবাজি ভাবলে। তিনি না বুঝালে কিছু বলবার বা বুঝবার জো নেই। না দেখে না শুনে কারও ষোল-আনা বিশ্বাস হয় ; কেউ বার বৎসর সামনে থেকে নানা বিভূতি দেখেও সন্দেহে ডুবে থাকে। সার কথা হচ্ছে --- তাঁর কৃপা ; তবে লেগে থাকতে হবে, তবে তাঁর কৃপা হবে।_


*তথ্যসূত্রঃ*- স্বামীজীর বাণী ও রচনা, ৯ম খণ্ড ,পৃঃ - ৩৭

🌾🪻🌾🪻🌾🪻🌾🪻🌾🪻🌾


(★এরকম পোস্ট নিয়মিত পেতে ফেসবুক পেজটি ফলো করে রাখুন★)

দিব্যত্রয়ী - The Holy Trio

No comments:

Post a Comment

শ্রীরামকৃষ্ণ ও তোতাপুরী

  তো তাপুরী যখন দক্ষিণেশ্বরে এলেন তখন তিনি মধ্যবয়সী প্রৌঢ়, তিনি মন্দির চত্বরে পৌঁছেই প্রথমে গেলেন ঘাটের কাছে, সেখানে তখন অনেকেই বসে ছিলেন,...